Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা/প্রতিশ্রুতি


1

বরেন্দ্র কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পের আওতায় গভীর নলকুপ স্থাপন করে।

2

বরেন্দ্র কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পের আওতায় এলএলপি (বিদ্যুৎ ও সোলার চালিত) স্থাপন করে।

3

স্থাপনকৃত অকেজো গভীর নলকুপ সচল করে সেচ প্রদান নিশ্চিত করে।

4

বৈদ্যুতিক লাইন নির্মাণ করে গভীর নলকুপ বিদ্যুতায়নের মাধ্যমে কম খরচে সেচ প্রদান করে।

5

গভীর নলকুপ রক্ষণা-বেক্ষণ করে সচল রাখা এবং স্কীমভুক্ত কৃষক পর্যায়ে সেচ সেবা প্রদান করে।

6

বাস্তবায়নকৃত ও উন্নয়নমূলক সকল কাজের কারিগরী বিশ্লেষণ ও সন্তোষজনক কার্য সম্পাদনে বিধি মোতাবেক সেবা প্রদানে নিশ্চিতকরণ।

7

গভীর নলকুপের খন্ডকালীন অপারেটর ও মোবাইল ভেন্ডিং ইউনিট (এমভিইউ) ডিলার নিয়োগের মাধ্যমে বেকারত্ব দুরীকরন এবং রকেটের মাধ্যমে অপারেটরগণের সম্মাতি ভাতার নিশ্চিয়তা প্রদান করে থাকে।

8

মোবাইল ভেন্ডিং ইউনিট (এমভিইউ) ডিলার নিয়োগের মাধ্যমে গভীর নলকুপের প্রি-পেইড মিটারের ইউজার কার্ডের চার্জিং যথাসময়ে কার্ড ব্যবকারী কৃষকগণ নিশ্চিত করণ ব্যবস্থা প্রদান।

9

সেচের পানি সুষ্ঠ ব্যবহারের নিমিত্বে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণে ইউপিভিসি পাইপ ও ফিটিংস এর মালামাল সংগ্রহ এবং ভূ-গর্ভস্থ ইউপিভিসি পাইপ লাইন সেচনালা নির্মাণ / বর্ধিত করণ নিশ্চিত করণ।

10

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আনায়ন কল্পে সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপন ও গ্রামীণ জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নের সহযোগীতা প্রদান এবং বজ্রপাত হতে রক্ষার জন্য প্রতি বছরে তালবীজ/তালচারা রোপন নিশ্চিতকরণ।

11

বৃষ্টির পানি সংরক্ষণের খাস খাল / খাড়ী, পুকুর ও জলাধার পূণঃ খনন কাজ সম্পাদন করণ কাজ।

12

সেচের গভীর নলকুপ হতে খাবার পানির সরবরাহ স্থাপনা নির্মাণ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করণ ।

13

অধিক ফসল উৎপাদনে বৈচিত্রকরনের নিমিত্বে কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদান ও সরবরাহ নিশ্চিত করণ।

14

ভূ-পরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমানোর লক্ষে এল এল পি স্থাপন।

15

পানি দুস্প্রাপ্য অঞ্চলে খাবার পানি সরবরাহ ও কম পানি গ্রহণকারী সবজি চাষ নিশ্চিত করনের লক্ষ্যে পাতকুয়া খনন এবং বিদ্যুৎ ব্যবহারে সোলার প্যানেল স্থাপন।